অবৈধ ১১ হাজার বিদেশিকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ১৫:০১ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯, ১৫:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বসবাস করা ১১ হাজার বিদেশিকে নিজখরচে তাদের দেশে ফেরত পাঠাবে বাংলাদেশ। সরকারি অর্থে তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘অনেক বিদেশি নাগরিক তারা এ দেশের পাসপোর্ট নিয়ে আসে। পরবর্তীকালে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অনেকেই যান না, থেকে যান। তারা মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছেন। আমাদের গত সভায় সিদ্ধান্ত ছিল তাদের চিহ্নিত করা। অত্যন্ত সফলতার সাথে আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে চিহ্নিত করেছে।’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘আফ্রিকাসহ বিভিন্ন দেশের ১১ হাজারের মতো নাগরিককে পাঠিয়ে দেব। কোনও কোনও দেশের দূতাবাস নেই। তাছাড়া বিভিন্ন দেশের দূতাবাসে যোগাযোগ করলেও তারা পদক্ষেপ নিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের ভিসার মেয়াদ নেই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেবো।’

মোজাম্মেল হক বলেন, ‘বিদেশি নাগরিকরা পাসপোর্ট নিয়ে আসেন, পরবর্তীতে মেয়াদ শেষ হয়ে গেলে অনেকেই যান না, থেকে যান। তারা যেন থাকতে না পারে, আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে, তাদের চিহ্নিত করা। অত্যন্ত সফলতার সঙ্গে আমাদের গোয়েন্দা বাহিনী তাদের চিহ্নিত করেছে। এখন এরা যে ফেরত যাবে- এদের কাছে টাকাও নেই। অনেক দেশের এখানে অ্যাম্বাসিও নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি-সরকারের কাছে অনুরোধ করবো, কিছু টাকা বরাদ্দের জন্য। তাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরি। এরা যেখানে যাবে ঝামেলা সৃষ্টি করবে।’

কী সংখ্যক অবৈধ বিদেশি বাংলাদেশে আছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘১১ হাজারের মতো এমন বিদেশি নাগরিক আছেন।’

এরা কোন দেশের জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এরা বিভিন্ন দেশের, বিশেষ করে আফ্রিকার দেশগুলোরই বেশি; নাইজেরিয়া, তানজেনিয়া- এই সমস্ত দেশেরই নাগরিক।’

এ বিষয়ে সেখানে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশে এসে ব্যবসা করছেন। অনেকে অপরাধের সঙ্গে জড়াচ্ছেন। এদের অনেকে জেলে রয়েছেন, যাদের সাজার মেয়াদও শেষ হয়েছে। এছাড়া, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে এ দেশে অবস্থান করছেন। সব মিলিয়ে প্রায় ১১ হাজার বিদেশি নাগরিক রয়েছেন, যাদের আমরা নিজ নিজ দেশে পাঠিয়ে দেবো।’

সভায় আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৭নভেম্বর/এমআর