ফরিদপুরে জবাবদিহিতাবিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ১৬:৩২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের শেষ হলো দশ দিনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগের ইএএলজি প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণে দশম ব্যাচে ৩০টি ইউনিয়নের পাঁচ শতাধিক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, সহকারী পরিচালক তানিয়া আক্তার, ইএএলজি প্রকল্পের মনির হোসের মজুমদার প্রমুখ।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)