সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ১৬:৪৩

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। ফলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অজিরা। এমন অবস্থায় আগামীকাল তৃতীয় ও শেষ টি-২০তে জয় দিয়ে সিরিজ নিজেদের করে রাখতে চায় অস্ট্রেলিয়া।

কাল জিততে পারলে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নয় বছর পর টি-২০ সিরিজ জয়ের স্বাদ পাবে অজিরা। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ২০১০ সালে এক ম্যাচের সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে আগামীকাল তৃতীয় ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করতে চায় পাকিস্তান। পার্থে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

সিডনিতে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে জয় বঞ্চিত হয় অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল স্বাগতিকরা। ব্যাট হাতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে অপরাজিত ৫৯ রান করেন বাবর আজম। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সামনে ম্যাচ জয়ের টার্গেট দাড়ায় ১১৯ রান। জবাবে ৩ দশমিক ১ ওভারেই বিনা উইকেটে ৪১ রান তুলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

ক্যানবেরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এবার টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ওই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের স্বীকৃত ব্যাটসম্যানরা। তবে আবারো এক প্রান্ত আগলে রেখে রানের চাকা ঘুরিয়েছে বাবর। তার সাথে শেষ দিকে ইফতেখার আহমেদের ঝড়ো ব্যাটিং পাকিস্তানকে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে পাকিস্তান। বাবর ৩৮ বলে ৫০ ও ইফতেখার ৩৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন।

জবাবে ৯ বল বাকি রেখেই জয়ের স্বাদ নেয় অস্ট্রেলিয়া। দলের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। ১১টি চার ও ১টি ছক্কায় ৫১ বলে ৮০ রান করেন স্মিথ। ফলে ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে লিড নেয় অস্ট্রেলিয়া।

লিড থাকায় সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার। তাই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজ নিজেদের করতে নিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘সিরিজ জয়ের সুযোগ আমাদের সামনে। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই। সিরিজ জিততে পারলে মৌসুমের শুরুটা দারুণ হবে। গত সপ্তাহে শ্রীলংকাকে তিন ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশ করেছি আমরা। ঐ সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ছেলেরা টানা দ্বিতীয় সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে আছে।’

সিরিজ হার এড়াতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই পাকিস্তানের সামনে। তাই তৃতীয় ম্যাচে জয় পেতে নিজেদের উজাড় করে দেয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ‘দু’টি ম্যাচেই আমাদের ব্যাটসম্যানরা খারাপ করেছে। বোলাররাও নিজেদের মেলে ধরতে পারেনি। আশা করছি, শেষ ম্যাচে দলগতভাবে আমরা জ্বলে উঠতে পারবো। সিরিজ হার এড়াতে জয় ছাড়া কোন পথ নেই। তাই তিন বিভাগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো করতে হবে।’

(ঢাকাটাইমস/৭ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :