টস করতে নেমেই রোহিতের রেকর্ড

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস করতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার স্বাদ নিলেন তিনি।

রোহিতের আগে আন্তর্জাতিক টি-২০ ইতিহাসে একশ ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এখন অবধি ১১১ ম্যাচ খেলেছেন মালিক। ব্যাট হাতে ২২৬৩ রান ও বল হাতে ২৮ উইকেট শিকার করেছেন মালিক। আর আজকের ম্যাচের আগের রোহিতের পরিসংখ্যান ২৪৫২ রান ও ১ উইকেট।

আজ শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদিকেও পেছনে ফেললেন রোহিত। আফ্রিদি ৯৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১৪১৫ রান ও বল হাতে ৯৮টি উইকেট শিকার করেছেন আফ্রিদি। টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয় স্থানে রয়েছেন আফ্রিদি।

রোহিতের পর ভারতের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৯৮ ম্যাচে ১৬১৭ রান করেছেন ধোনি।

(ঢাকাটাইমস/৭ নভেম্বর/এসইউএল)