শাহজালালে ৫০ লাখ টাকার সোনা জব্দ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ২০:২৭ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯, ২০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনার বার জব্দ করেছে শুল্ক বিভাগ।  বুধবার রাতে এসব সোনা জব্দ করা করা হয়। জব্দ সোনার দাম ৫০ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা গোপন সংবাদে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। গ্রিন চ্যানেলে তল্লাশির একপর্যায়ে রাত সাড়ে  ১২টার দিকে ব্যাংকক থেকে আসার থাই এয়ারলাইন্সের টিজি ৩৩৯ নম্বরের একটি  ফ্লাইটের যাত্রী জয়নুল আবেদিনের ৭০০ গ্রাম সোনা পাওয়া যায়। অপর একটি ফ্লাইটের একজন যাত্রীর নিকট আরও ৩০০ গ্রাম সোনা পাওয়া যায়।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/এএ/এলএ)