‘আউট না হয়েও’ ফিরলেন সৌম্য

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ২০:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

যুজবেন্দ্র চাহালের করা ১৩তম ওভারের শেষ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন সৌম্য। কিন্তু ব্যাটে বলে হয়নি। স্ট্যাম্প ভেঙে দেন উইকেটরক্ষক রিশাব পান্ত। নিশ্চিত আউট জেনে সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন সৌম্য। কিন্তু ফিল্ড আম্পায়াররা আউট নিয়ে নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেন।

তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে তার সিদ্ধান্ত জানান। প্রথমে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো জয় ‘নট আউট’। তা দেখে একটু আপ্লুতই হয়েছিলেন টাইগারভক্তরা। কিন্তু পর মুহূর্তেই আবার স্ক্রিনে দেখানো হয় আউট। ফিরে যেতে হয় সৌম্যকে।

ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ২টি চার ও একটি চারের সাহায্যে ৩০ রান করেছেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে আজ রাজকোটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়ছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/৭ নভেম্বর/এসইউএল)