ফরিদপুরে ই- সার্ভিস কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ২১:১০

ফরিদপুরে ‘আমার গ্রাম আমার শহর ও তারুণ্যের শক্তি’ এবং ‘ই- সার্ভিস ও উদ্ভাবন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প ও এটুআই’র আয়োজনে অনুষ্ঠিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার দিনব্যাপী আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আব্দুল মান্নান।

এসময় প্রধান অতিথি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিশ্রুতি পূরণ করতে দেশের প্রতিটি গ্রামে শহরের সকল নাগরিক সেবা ও সুবিধা পৌঁছে দেয়া হবে।’

তিনি বলেন, ‘নাগরিক সেবা পৌঁছে দিতে দ্রুতগতির ইন্টারনেট প্রদান করে তরুণদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করে দক্ষ জনসম্পদে পরিণত করা হবে। আমাদের সৃজনশীল জনগোষ্ঠী রয়েছে, তাদের সঠিকভাবে কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রাথমিক স্তর থেকেই শুরু করার উপর গুরুত্বারোপ করেন এই জেষ্ঠ্য সচিব।’

তিনি উল্লেখ করেন, ‘২০১৯ সালের মধ্যে দেশের সকল ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় আসবে।’

তিনি বলেন, ‘প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে উদ্যোক্তা তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গ্রামে শহরের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ। এই সম্ভাবনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি যৌথ পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন তিনি।’

এনএম জিয়াউল আলম বলেন, ‘পেপারলেস না হলেও ইতোমধ্যে সফলভাবে লেস (কম) পেপার ব্যবহার করে সরকারি সেবা প্রদান সম্পন্ন করা হচ্ছে। আমাদের সফলতা হচ্ছে প্রতিটি সরকারি অফিসেই এখন ই-নথি চালু হয়েছে।’

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :