গাইবান্ধায় গুলিবিদ্ধসহ তিন ডাকাত গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ২২:১৮

গাইবান্ধা সদরের বালাসিঘাট সড়কের পুলবন্দি ব্রিজ এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান।

এর আগে বুধবার গভীর রাতে গাইবান্ধা-বালাসী সড়কের পুলবন্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের মেজবাউল ওরফে বাউল, একই উপজেলার বরিশাল ইউনিয়নের মরিচাপুর গ্রামের মধু মিয়া ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কশিগারী সোনারপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গাইবান্ধা-বালাসী সড়কের পুলবন্দি এলাকায় আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বালাসী সড়ক এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয় এবং চার পুলিশ সদস্য আহত হয়। পালিয়ে যায় ডাকাতের বাকি সহযোগীরা।

গুলিবিদ্ধ ডাকাতদের প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :