মাটির নিচে মিলল রাইফেল-পিস্তলের বিপুল গুলি

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ২২:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে এক ব্যক্তির আমবাগানের পাশে আলু চাষের জমির মাটির নিচ থেকে ৬৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার গুলির মধ্যে রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এগুলো উদ্ধার করা হয়।

জমিতে কাজ করা শ্রমিকরা জানান, বিকালে আলুর জমিতে কাজ শেষ করার আগ মুহূর্তে মাটির নিচে এই গুলিগুলো দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, আজ বিকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাসুদের আমবাগানের পাশে আলুর জমিতে কিছু শ্রমিক কাজ করার সময় গুলিগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।

ওসি আরো জানান, উদ্ধার গুলির মধ্যে ৫০৩ রাউন্ড রাইফেলের গুলি এবং ১৪৭ রাউন্ড বিদেশি পিস্তুলের পুরনো গুলি রয়েছে। তিনি আরো বলেন, মাটির নিচের পরিত্যক্ত অবস্থায় পাওয়া গুলিগুলো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

ঢাকাটাইমস/০৭নভেম্বর/ ইএস