ওমানে ১-৩ গোলে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১১:৫০

ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আগামী ১৪ নভেম্বর। তার আগে নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পেয়েছেন জাতীয় দলের ফুটবলাররা।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচের আগে মাস্কাট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১-৩ গোলের জয় পেয়েছে লাল-সবুজরা। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় ৬টায় শুরু হয় ম্যাচটি।

মাঠে তখন টান টান উত্তেজনা। প্রথমার্ধের মাত্র ১২ মিনিটের মধ্যেই জীবন একটি ও ২৮ মিনিটের মাথায় বিপ্লু আরও একটি গোল পান। এ দিকে, প্রথমার্ধে মাত্র একটি গোল করার সুযোগ পায় প্রতিপক্ষ মাস্কাট ক্লাব। এরপর দ্বিতীয়ার্ধে আবারও খেলতে নেমে বাংলাদেশের খেলোয়াড়রা মাঠ নিজেদের দখলে নিয়ে নেয়। পাশাপাশি নিজেদের ভাগে যোগ করে আরও একটি গোল। শেষ পর্যন্ত ওয়াদি আল কাবির-এর মাস্কাট ক্লাবে ৩-১ গোলে চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয় বাংলাদেশি খেলোয়াড়রা।

এ দিকে, বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার জানান, ওমানে ম্যাচ জেতার স্বপ্ন নিয়েই তারা এসেছেন, তার দল সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো খেলা উপহার দিয়ে বাংলাদেশের পক্ষেই চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে। এই বিজয়ে তাদের মনোবল আরও তাজা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে কাতার ও ভারতের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ খেলেছে। সে তুলনায় ওমান ছিল ম্লান। কাতারের কাছে হেরেছে। আর ভারতের বিপক্ষে হারা ম্যাচে শেষের দিকে ২ গোল করে ওমান জিতে গেছে। চলতি মাসের ১৮ নভেম্বর ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :