ক্যারিয়ার দীর্ঘ করতে চান মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৫:০১ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১২:৫৫

সাকিব-তামিম ছাড়াই ভারতের বিপক্ষে লড়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় রয়েছে। তবে সংক্ষিপ্ত এই ফরম্যাটের পর টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ হবে টেস্ট সিরিজ। সেজন্য টাইগারদের মানসিকভাবে প্রস্ততি নেওয়ার পরামর্শ দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

সাকিব ছাড়া বাংলাদেশের স্পিন বোলিংটা বেখাপ্পা মনে হয়। বিরাট কেহলি, রোহিত শর্মাদের স্পিন ঘূর্ণি দিয়েই কাবু করতে হবে। সাকিবের অনুপস্থিতিতে গুরু দায়িত্বটা মিরাজ, তাইজুলের ঘাড়েই বর্তাবে।

টেস্ট সিরিজে ভারতকে মোকাবেলা করতে মিরাজ নিজেকে ভালোভাবেই প্রস্তুত করছেন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের জানিয়েছেন নিজেকে আরো পাকাপোক্ত করে দীর্ঘ দিন ক্রিকেটে লেগে থাকতে চান তিনি। আলাদা করে নিজের দুর্বলতা নিয়েও কাজ করছেন তিনি।

সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে টাইগারদের স্পিন ভরসা মিরাজ বলেন, ‘আমি শেষ একটা সপ্তাহ খুব ভালো অনুশীলন করেছি। আমি ফিজিক্যাল ফিটনেস নিয়েও কাজ করেছি। নিজের দুর্বলতার জায়গাটা নিয়ে বিচার-বিশ্লেষণ করেছি। ভারত সিরিজে যাওয়ার আগে যথাসাধ্য উন্নতির প্রচেষ্টা চালিয়েছি।’

মিরাজ আরো জানান, ‘‘আমি গত দুই-আড়াই বছর তিন ফরম্যাটেই খেলছি। এখন হয়তো টেস্ট দলে আছি, তবে আমার কাছে মনে হয় যে সময়টা পেয়েছি আমি নিজেকে আরও পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে তৈরি করতে পারছি। কারণ গত ১০-১২ দিন যে কাজটা করেছি এমন সুযোগ আগে থেকেই চাচ্ছিলাম। একটা সময় নিয়ে ব্যাটিং-বোলিং-ফিজিক্যাল যে ঘাটতি রয়েছে সেগুলো ইনপ্রুভ করার জন্য লম্বা সময় দরকার। আমি তো চাই লম্বা সময় ক্রিকেট খেলতে।’

ক্যারিয়ার দীর্ঘ করতে এই অনুশীলনগুলো কাজে লাগবে বলে মনে করেন মিরাজ, ‘লং টাইম খেলার জন্য শারীরিক ফিটনেস স্কিল অনেক ডেভেলপ করতে হয়। কারণ আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলি তখন এক জায়গায় পড়ে থাকলে টিকে থাকতে পারবো না। দিনে দিনে অনেক উন্নতি করতে হবে এবং অনেক ওপরে যেতে হবে। এই সময়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি হয়তো কাজে লাগাতে পারবো সামনের দিনগুলোতে। এসব ছোট ছোট জিনিস নিয়ে আমি যে কাজ করেছি, এগুলো এক সময় কাজে লাগবে বলে আমি মনে করি।’

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :