ফাউন্ডেশনের অর্থ অপব্যবহারে ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:১৩ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৩:০০

নির্বাচনী প্রচারণার সময় ‘দ্য ডোনাল্ড জে ট্রাম্প’ নামক দাতব্য তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার বিচারক স্যালিয়ান স্কারপুলা ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এরকম ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে জরিমানার অর্থ দিতে নির্দেশ দিয়েছেন।

২০১৮ সালের জুনে নিউ ইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউডের নিউইয়র্ক আদালতে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা এই মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছিলেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেটরা ‘আমাকে ফাঁসানোর জন্য সবকিছুই করছে’ বলেও অভিযোগ করেছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক স্বার্থে তার নামের ‘দ্য ডোনাল্ড জে ট্রাম্প’ নামের ওই দাতব্য সংস্থাটি ব্যবহার করা হতো বলে মামলার নথিতে অভিযোগ করা হয়। মামলার পর ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিচারক রায়ে আরো বলেছেন, ট্রাম্প এবং তার তিন সন্তান তাদের পরিচালিত এ দাতব্য প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারেন না।

ট্রাম্পকে জরিমানার পাশাপাশি ফাউন্ডেশনটির বাকি তিন পরিচালক ডেনাল্ড জুনিয়র, এরিক ও ইভাঙ্কাকে ‘দাতব্য সংস্থার দায়িত্বে থাকা কর্মকর্তা ও পরিচালকদের’ কাছ থেকে বাধ্যতামূলক প্রশিক্ষণও নিতে হবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :