আ.লীগে নতুনদের সবাই অনুপ্রবেশকারী নয়: কাদের

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ১৩:১৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ১৪:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আওয়ামী লীগে যারা নতুন এসেছেন তাদের সবাই অনুপ্রবেশকারী নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দলের জাতীয় কাউন্সিল ঘিরে করণীয় নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠকটি হয়।

আওয়ামী লীগে যারা যোগ দিয়েছেন তাদের অনেকেরই ক্লিন ইমেজ আছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,অপরাধমূলক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়া আওয়ামী লীগের যারা এসেছে, তারা অনুপ্রবেশকারী নয়।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের পার্টিতে যারা এসেছে তাদের সবাই অনুপ্রবেশকারী নয়। অনেক ক্লিন ইমেজের লোকও আমাদের পার্টিতে এসেছে। এদের সাম্প্রদায়িক সংশ্লিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড যদি না থাকে এবং কোনো প্রকার মামলা মোকাদ্দমা, অপরাধমূলক কাজে এদের সংশ্লিষ্টতা না থাকে; সেইসব লোকরা অবশ্যই অনুপ্রবেশকারী নয়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, শুধুমাত্র তাদের ব্যাপারেই অনুপ্রবেশকারী হিসেবে সিলেক্ট করার বিষয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন।’

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিতি ছিলেন।

ঢাকাটাইমস/৮নভেম্বর/টিএ/এমআর