দৈত্যাকৃতির বোলার পেলো পাকিস্তান

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ১৪:০৫ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ১৫:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মোহাম্মদ ইরফানকে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ক্রিকেটার হতে চলেছেন পাকিস্তানেরই ২১ বছর বয়সী এক যুবক। ইরফানের স্বদেশি এই ক্রিকেটারের নাম মোহাম্মদ মুদাসসর। তার উচ্চতা সাত ফুট চার ইঞ্চি, যা ইরফানের থেকে তিন ইঞ্চি বেশি।

মুদাসসরের পেশাদার ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে আগামী পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। জানা গেছে, লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এই দানব খেলোয়াড়। কালান্দার্সের প্লেয়ার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে আসা এ ক্রিকেটার ৬ নভেম্বর মূল দলে যোগ দিয়েছেন। তবে ইরফানের মতো তিনি পেসার নন। সাত ফুট চার ইঞ্চি উচ্চতা নিয়েও স্পিন বোলিং করেন মুদাসসর।

ক্রিকেট ক্যারিয়ার ও উচ্চতা সম্পর্কে মুদাসসর জানান, পিএসএলে খেলার পর পাকিস্তান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চান। প্রতিদিনের রুটিনের মধ্যে জুতা বাছাই করাটা তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে এই উচ্চতা তার ক্রিকেট ক্যারিয়ারে কোনো বাজে প্রভাব ফেলবে না বলে বিশ্বাস করেন তিনি।

(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/এআইএ)