শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ আটক ৩

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ১৬:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ ও দশটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। মাসকট থেকে সিলেট হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা শুক্রবার ঢাকায় আসেন।

আটকরা হলেন- আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ঝুনু ও সাইফুল ইসলাম।

কাস্টমস জানায়, বাংলাদেশ বিমানের বিজি-২২২ একটি ফ্লাইটে কয়েকজন যাত্রী স্বর্ণসহ ঢাকায় আসছে- এমন খবরে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চোরাকারবারিদের ওপর নজরদারি বাড়ানো হয়। বেলা সাড়ে ১১টায় মাসকট থেকে সিলেট হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ ও দশটি মোবাইল ফোন উদ্ধার করে কাস্টমস। যার মূল্য প্রায় এক কোটি ৩৩ লাখ টাকা।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এসএস/জেবি)