‘নগরের সেবক’ বললে খুশি হন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৮:৪৪

‘নগর পিতা’ আখ্যা না দিয়ে ‘নগরের সেবক’ বললে বেশি খুশি হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বাবা-সন্তানের মধ্যে সবকিছু বলার মধ্যে কিছুটা দূরত্ব থাকে। তাই তাকে নগরের সেবক বলতে বললেন মেয়র।

শুক্রবার বিকালে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ‘শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘বারবার আমাকে নগর পিতা বলা হয়, কিন্তু আমাকে নগর পিতা না বলে যদি নগরের সেবক হিসেবে নেন তাহলে কিন্তু আমি বেশি খুশি হবো। কারণ সন্তানের সঙ্গে পিতার কিছুটা দূরত্ব থাকে, বন্ধুর সঙ্গে কিন্তু ততটা দূরত্ব থাকে না। তাই আমাকে নগরের সেবক বললেই বেশি খুশি হবো।’

অনুষ্ঠান উদ্বোধন শেষে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সদস্য শিমুলের স্মৃতি ধরে রাখতে ক্লাবের এই প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘খেলাধুলা ব্যক্তি সম্পর্ক উন্নয়ন করে আন্তরিকতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখে। যার ধারাবাহিকতায় আমাদের বন্ধুত্ব বাড়ে, একই এলাকায় একে অপরের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয়ে উঠি, যেটি একটি সুস্থ ও স্বাস্থ্যকর সমাজ নির্মাণের পূর্বশর্ত। তরুণদের আমরা যত খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পারবো, সমাজ থেকে মাদক আর অনাচার তত কমে আসবে।’

নগরের ২৪টি খেলার মাঠ সকল বয়সী মানুষের উপযোগী করতে কাজ করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘খেলাধুলা ও শরীর চর্চার উপকারিতা নাগরিকদের জন্য নিশ্চিত করতে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আমরা এখন পর্যন্ত ২৪টি খেলার মাঠে সব বয়সীদের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার কাজ হাতে নিয়েছি, ইতিমধ্যে বেশ কয়েকটি মাঠ এলাকবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।’

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক ক্লাবের উপদেষ্টা সদস্য হারুনুর রশিদ, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মোনয়ার ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকসহ উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :