সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ১৯:১৯
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আমির আলী ওরফে মীর আলী নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দ্রেরচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত মীর আলীর ভাই আজিজ এবং বোন শাহিদা বেগমও গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, দক্ষিণা গ্রিন সিটি নামক হাউজিং প্রকল্পে বালু ভরাট নিয়ে দুপুরে চান্দ্রেরচর গ্রামের কামিজুদ্দিন কামু, শহিদুল্লাহ, সাদরের সাথে একই গ্রামের মীর আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে জমি নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। কামুর লোকজন লাঠিসোটা নিয়ে মীর আলীর পরিবারের লোকজনের ওপর হামলা করলে দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের হামলায় মীর আলী ও তার ভাই আজিজ এবং বোন শাহিদা বেগম গুরুতর আহত হন। গুরুতর আহত মীর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদিউজ্জামান জানান, হাসাপাতালে নিয়ে আসার আগেই মীর আলী মারা যায়। আহত দুজনকে ভর্তি করা হয়েছে।

ওসি ফরিদ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি, কোন মামলা হয়নি। লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :