কক্সবাজারে জেলা ইজতেমার দ্বিতীয় দিনে মুসল্লিদের ঢল

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ২০:৫০

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজার জেলা ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশের মাঠে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন মুফতি মোর্শেদুল আলম। জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে কক্সবাজার ও এর আশপাশের এলাকা থেকে মুসল্লিরা হেঁটে ও দূরদুরান্ত থেকে গাড়ি নিয়ে ইজতেমা ময়দানে আসেন।

এর আগে বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

আজ ১১টা থেকে দুপুরের ভেতরে আখেরি মুনাজাতের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

ইজতেমায় হ্নীলা থেকে আসা আবদুল্লাহ আল খালেদ জানান, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশে ইজতেমায় অংশগ্রহণ করলাম। খুব ভালো লেগেছে।

ইজতেমার আয়োজকরা জানান, বিদেশি মুসল্লিসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক মুসল্লি বিভিন্ন মেয়াদি চিল্লার নিয়ত করে জামাতবন্দি হয়ে ইজতেমা ময়দানেই রয়েছেন। তারা আখেরি মোনাজাত শেষ করে তাবলিগের কাজে বিভিন্ন অঞ্চলে বেরিয়ে যাবেন।

এদিকে তিন দিনের জেলা ইজতেমায় মৃত্যুবরণকারী দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়। ইজতেমায় মৃত্যুবরণকারী দুই মুসল্লির মধ্যে একজন চকরিয়া ঢেমুশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোছারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোক্তার আহমদ (৫৭), অপরজন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতি পাড়ার কামাল বহদ্দারের স্ত্রী হান্না (৫০)। জানাজা শেষে তাদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)