সুবর্ণচরে অস্ত্রসহ দুই দস্যু আটক

নোয়াখালী প্রতিনধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ২১:০৩

নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অভিযান চালিয়ে রাছেল (২৮) ও ইলিয়াছ (২৮) নামে দুই জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দু’টি এলজি, চার রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত দুইজন ফকির বাহিনীর সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে আটককৃত দস্যুদের কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ও সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো আবু ছালেহের নেতৃত্বে চরবা¹্যা এলাকায় যৌথ অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই এলাকায় জলদস্যু ফকির বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে নদীতে ইলিশের নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে রাছেল ও ইলিয়াছকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে চরজব্বর থানায় অস্ত্র আইনে একটি ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাটাইমস/০৮নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :