কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ বন্ধ, চলছে ফেরি

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ১০:১৮

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। শনিবার সকালে কাঁঠালবাড়ী লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এজন্য কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার বিকাল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলো চলাচল বন্ধ থাকবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, ফেরি চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। পদ্মা নদী খুব একটা উত্তাল নয়। তাই ফেরি চলছে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/জেবি)