খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে ৮৫৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ১১:৩৫ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ১১:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে ৮৫৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে শনিবার বেলা ১১টা থেকে লোকজনকে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে। খবর তথ্যবিবরণীর।

ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসমূহ হচ্ছে খুলনা জেলায় ৩৪৯টি, সাতক্ষীরা জেলায় ২৭০টি ও বাগেরহাট জেলায় ২৩৪টি। বিভাগের উপকূলীয় জেলাসমূহে সকাল থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাতসহ দমকা হাওয়া বইছে। দুর্যোগ মোকাবেলায় এলাকাসমূহের জনপ্রতিনিধি, আশ্রয়কর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/জেবি)