সংসদ ভবনে এমপি বাদলের জানাজা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ১২:০১ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ১২:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাসদ নেতা এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের জানাজা শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বাদলের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধাঞ্জলি দেন।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে হুইপবৃন্দ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সিনিয়র নেতৃবৃন্দ, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ফখরুল ইমাম, ১৪ দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক মো. নাসিমের নেতৃত্বে ১৪ দলীয় নেতারা বাদলের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলকে রাষ্ট্রীয় সন্মান জানানো হয়। মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং পরিবারের পক্ষ থেকে তার পুত্র তাইমুর নূর।

জানাজায় মন্ত্রী-এমপিসহ বিশিষ্টজনেরা অংশ নেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মঈনুদ্দিন খান বাদল গত ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/টিএ/জেবি)