দুইটার মধ্যে উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৫:২৪ | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১২:৫৫

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রবল গতিতে ধেয়ে আসায় ইতিমধ্যে মহাবিপদ সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় ১৪ জেলা বড় দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এজন্য এসব এলাকার জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে এর আগে দুপুর দুইটার মধ্যে জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা জানান।

উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়া লোকজনের জন্য সরকারের পক্ষ থেকে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দুপুরের মধ্যে যাতে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে পারি সেজন্য চেষ্টা করছি। কারণ এটা দ্রুতগতিতে এগিয়ে আসছে। রাত আটটার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। তাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ ও অন্যান্য সংস্থার লোকজন লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবারসহ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। আশা করি আমরা আল্লাহর রহমতে বুলবুলের হাত থেকে উপকূলের লোকজনকে নিরাপদে রাখতে সক্ষম হবো।’

এনামুর রহমান বলেন, ‘লোকজন আশ্রয় কেন্দ্রে আসার পর তাদের জন্য খিচুরি রান্না করে খাওয়ানো হবে। এছাড়া শুকনো খাবারও থাকবে তাদের জন্য।’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে জনসাধারণকে সচেতন করতে এবং সরকারের নেয়া পদক্ষেপের কথা যথাযথভাবে প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ দেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা নাগাদ ‘বুলবুল’ পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। আর সাগরে বুলবুলের গতিবেগ আরও বেশি।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :