শাহ আমানতে ১৪ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ১৫:৪৩ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯, ১৭:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

চট্টগ্রাম হযরত শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ১৪ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবার বিকাল চারটা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে শনিবার সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল। এরইমধ্যে সমুদ্রবন্দরগুলোকে মহাবিপদ সঙ্কেত দেখানো হয়েছে।

বেবিচক সূত্র জানায়, চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকলেও কক্সবাজার, বরিশাল ও যশোর বিমানবন্দরে কাজ বন্ধ নেই। আর সচরাচর রাতের বেলা সিলেট বিমানবন্দর বন্ধ থাকলেও বিদ্যশান পরিস্থিতি বিবেচনায় বিকল্প হিসেবে এই বিমানবন্দরটি শনিবার রাতে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম ঢাকা টাইমসকে জানিয়েছেন, যশোর, কক্সবাজার, বরিশাল বিমানবন্দর বন্ধের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। ওই এলাকার স্থানীয় আবহাওয়া বিবেচনায় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/ডিএম)