মুন্সীগঞ্জের মীর আলী হত্যায় ২০ জনকে আসামি করে মামলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:৩৬ | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মীর আলী মিয়া নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মো.কামিজুদ্দিন কামুকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মো.কামিজুদ্দিন কামুকে প্রধান আসামী করে আরও ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মীর আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিরাজদিখানের বালুচর ইউুিনয়নের পূর্ব চান্দেরচর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেড় ধরে সাবেক ইউপি সদস্য সুরজ আলীর পুত্র কামিজুদ্দিন কামুর নেতৃত্বে মীর আলীকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বের/প্রতিনিধি/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :