‘বুলবুলের’ প্রভাবে প্রথম দিনের খেলা পরিত্যক্ত

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ১৭:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দুইটি ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম স্তরে রাজশাহী বিভাগ-খুলনা বিভাগ এবং দ্বিতীয় স্তরে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের ম্যাচের খেলা শুরুই হতে পারেনি।

প্রথম স্তরে রাজশাহী বিভাগ-খুলনা বিভাগের ম্যাচের ভেন্যু ছিল ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আর দ্বিতীয় স্তরে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের ম্যাচটির ভেন্যু ছিল বরিশাল বিভাগীয় স্টেডিয়াম।

এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে প্রথম স্তরে শীর্ষে রয়েছে খুলনা। ৪ খেলায় ২টি করে জয় ও ড্র’তে ২৬ দশমিক ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে খুলনা। এই স্তরে ১৩ দশমিক ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ। তাদের ১টি জয়, ২টি হার ও ১টি ড্র রয়েছে।

দ্বিতীয় স্তরে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রয়েছে থাকা চট্টগ্রাম। ১টি করে জয়-হার ও ২টি ড্র’তে চট্টগ্রামের সংগ্রহ ১৭ দশমিক ৪২ পয়েন্ট। ১৫ দশমিক ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল বিভাগ। তাদেরও ১টি করে জয়-হার ও ২টি ড্র রয়েছে।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এসইউএল)