জমির বিরোধে অন্তঃসত্ত্বা মহিলাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:৫১

জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রামে ছয় মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ত্রিভাগদী এলাকার মাসুদ কাজী একই এলাকায় তার বোনের বাড়ি গিয়ে আকরাম বেপারির সাথে জমি পরিমাপের বিষয় আলাপ করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাসুদ কাজী ও তার অন্তঃসত্ত্বা ভাগনি মিতু আক্তার রামদার কোপে মারাত্মক আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত মাসুদ কাজী বলেন, ‘ঝগড়াঝাটির মধ্যেই আকরাম ও তার অন্য ভাইরা মিলে ঘর থেকে রামদা এনে আমাদের উপর আক্রমণ করে হাতে পায়ে কোপ দেয়। এতে আমার ছয় মাসের অন্তঃসত্ত্বা ভাগনিও সেখানে উপস্থিত ছিল তার পেটে রামদার বাট দিয়ে আঘাত করে।'

তবে অভিযোগের বিষয়ে আকরাম বেপারি বলেন, অন্তঃসত্ত্বা কোন মহিলাকে আমি আঘাত করিনি। বৃষ্টির কারণে সে পড়ে যেতে পারে।'

এ ব্যাপারে মিতু আক্তারের বাবা লতিফ হাওলাদার বলেন, 'আমার অন্তঃসত্ত্বা মেয়েকে ওরা পেটের উপর রামদার বাট দিয়ে আঘাত করেছে। ওদের বিচার চাই।'

সদর হাসপাতালে চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, 'দুজনেই চিকিৎসাধীন আছে। তবে অন্তঃসত্ত্বা মিতু আক্তারের কথা পরীক্ষা নিরীক্ষা ছাড়া এখনোই কিছু বলতে পারব না।'

সদর থানার এসআই খোসরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে আমরা সদর হাসপাতালে এসেছি, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :