রাজশাহী সীমান্তে ফেনসিডিল জব্দ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:১৪

রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে ১৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার মধ্যরাতে উপজেলার চকপাড়া এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বিজিবির চারঘাটের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি দল চকপাড়া এলাকায় টহলে যায়। এ সময় বিজিবি সদস্যদের দেখে চোরাচালানি দল ফেনসিডিল ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। তাই কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। পরে বিজিবি সদস্যরা ফেনসিডিলগুলো জব্দ করেন। প্রায় ৭৪ টাকা মূল্যের এসব ফেনসিডিল বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধংস করা হবে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :