দেশে দলবাজ লুটেরাদের সিন্ডিকেট বেপরোয়া: ইনু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৯, ২০:০১

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘দেশে দুর্নীতিবাজ, দলবাজ মুনাফাখোর লুটেরাদের সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। তারা কালো টাকার বিনিময়ে অপরাজনীতি সৃষ্টি করে হানা দিচ্ছে উন্নয়নের ফসলে। তাদেরকে এখনই ধ্বংস করতে হবে।’

শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান শুদ্ধি অভিযানের পক্ষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ইনু বলেন, দুঃখজনক হলেও সত্য। দেশে যখনই ভালো কিছু হয় তখন বিএনপি-জামায়াত সরকার পতনের ষড়যন্ত্র করে। অতীতে জঙ্গিবাদবিরোধী অভিযানের সময় তারা একই কাজ করেছে। তারা সব সময় দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, চরম দুর্নীতিবাজ তারেক রহমানকে মাথার তাজ বানিয়ে বেগম খালেদা জিয়ার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা সাজে না। বিএনপি জামাতের সব ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের বর্তমান যাত্রাকে আরো বেগবান করতে হবে। কোনো অপরাধী, লুটেরা, দুর্নীতিবাজদের ঠিকানা কোনো রাজতৈনিক দলে যেন না হয়। খালেদা জিয়ার মতো সব লুটেরা দুর্নীতিবাজদের ঠিকানা হবে জেলখানা।’

জাসদ নেতা আরো বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বিএনপি জামায়াত হেরে গেলেও আত্মসমর্পণ করেনি। তারা পিছু হটেছে মাত্র। বিগত দশটা বছর আমরা বিএনপি-জামায়াত ও জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করেছি। সেটি ছিল জঙ্গি দমন আর উন্নয়নের পর্ব। আর নতুন পর্বের দায়িত্ব হচ্ছে বিগত দশ বছরের সাফল্যকে ধরে রাখা, টেকসই করা। পাশাপাশি নতুন কোনো চক্রান্ত হলে আটকে দেয়া ও ধ্বংস করে দেয়া। কিন্তু এখন আমরা দেখছি, দেশে দুর্নীতিবাজ, দলবাজ, লুটেরারা উন্নয়নের ফসল লুণ্ঠন করছে। তারা একেবারেই বেপরোয়ার হয়ে উঠেছে। দিনকে রাত করে দিতে চাচ্ছে। এ অবস্থায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জঙ্গিবাদ-দুর্নীতি-বৈষম্যের অবসান করে শান্তি ও উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান।’

মাগুরা জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু কেন্দ্রীয় নেতা জাহিদুল আলাম, জাসদ নারী জোটের আহ্বায়ক আফরোজ হক রীনা, মাগুরা জেলা আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী প্রমুখ।

সম্মেলন শেষে সৈয়দ অহিদুল ইসলাম ফণিকে সভাপতি এবং সমীর চক্রবর্তিকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্যে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ঢাকাটাইমস/০৯নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :