ব্যাটসম্যানদের বড় সমস্যা সিদ্ধান্তহীনতা: ডোমিঙ্গো

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ২১:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

রাজকোটে গত ম্যাচে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান ৩০ এর ঘরে গিয়েছিল। কিন্তু কেউই হাফ সেঞ্চুরি করতে পারেনি। টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলছেন, এমন পরিস্থতিতে গেলে ব্যাটসম্যানকে বড় ইনিংস খেলতে হবে। তার মতে, বাংলাদেশের ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এই জায়গাতে উন্নতি করতে হবে।

আগামীকাল (রবিবার) নাগপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘ইনিংসের মাঝপথে ব্যাটসম্যানরা কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এটা টেকনিক্যাল কোনো বিষয় না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার বিষয়। আমি মনে করি, এই জায়গায় ব্যাটসম্যানদের উন্নতি করতে হবে।’

তিনি আরো বলেছেন, ‘প্রথম ম্যাচে বড় ইনিংস খেলেছিলেন মুশফিক। যে কারণে আমরা জিতেছিলাম। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা বড় ইনিংস খেলেছিল। এই কারণে ওই ম্যাচে তারা জিতেছিল। যখন আমরা ৩০ এর ঘরে চলে যাই তখনই কাউকে না কাউকে বড় ইনিংস খেলতে হবে।’

টাইগার কোচ বলেন, ‘টি-টোয়েন্টিতে নাঈমের ভালো রেকর্ড নেই। এই ফরম্যাটে আমাদের ভালো দল গঠন করা দরকার। তরুণ ক্রিকেটারদের তুলে আনা দরকার। আমি জানি না তামিম, মুশি, রিয়াদ আর কতদিন খেলবে। তরুণ খেলোয়াড়দের জন্য এটা বড় সুযোগ। আমাদের টেস্ট স্কোয়াডে সাইফ হাসান যুক্ত হচ্ছেন। আমরা দেখব সে কীভাবে অনুশীলন করে। শুধু তাদের পারফরম্যান্সই আমাকে মুগ্ধ করে না। তাদের কর্মশক্তি, মনোভাব, নৈতিকতাও চমৎকার।’

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/এসইউএল)