উলিপুরে পেট্রল পাম্পে আগুন

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ২১:০৭

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামের উলিপুরে পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পান এলাকাবাসী। এ সময় দায়িত্বে থাকা নজেলম্যানের হাত পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রল ও অকটেনের বিক্রয় মেশিন দুইটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকায় কুড়িগ্রাম-চিলমারী রোডের মের্সাস সিরাজ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

মেসার্স সিরাজ ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী তানসিরুল ইসলাম শান্ত জানান, হঠাৎ করে আগুন লাগায় ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া নজেলম্যান রানার হাত পুড়ে যায়। পেট্রল ও অকটেন মেশিন ছাড়াও পাম্পের অবকাঠমোর ক্ষতি হয়েছে।

উলিপুর ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নামজুল হাসান বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো এলাকায় পেট্রল ও অকটেন থেকে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ত।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)