আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ২২:৪১

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস

বরিশালের আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় বুলবুল ভয়ে উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া প্রায় পাঁচ হাজার লোকজনের মাঝে সরকারিভাবে দেয়া শুকনা খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদসহ উপজেলার ৬টি স্থায়ী সাইক্লোন সেল্টার, ৭টি অস্থায়ী সাইক্লোন সেল্টারসহ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া শিশু-নারী, বৃদ্ধসহ আশ্রিতদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্নী, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু প্রমুখ।

এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশ্রিত লোকজনকে ঐক্যবদ্ধভাবে ধৈর্য ধারণ করার আহব্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)