কুমিল্লায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ০৯:৩১

কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে নারী ও শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছে।

রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত মাইক্রোবাসের যাত্রীরা কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা। তবে মধ্যে নিহতদের মধ্যে শিশু রবজা (৭) কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। বাকি এজন পুরুষ এবং একজন নারীর পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় স্থানীয় যাত্রী পরিবহনকারী মাইক্রোবাস কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার সময় মহাসড়কের গোবিন্দপুর পৌঁছলে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। ঠিক একই সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক ওই মাইক্রোবাসটি ধাক্কা দিলে উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন ধরে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ আগুনে পুড়ে মারা যায়। আহত হয় আরও পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ ও একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি দেখে পাঁচজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আহতরা হলেন, নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। তাদের সবার ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :