সিরিজ নির্ধারণী ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১২:১৯

বাংলাদেশ অনেকটাই তরুণ নির্ভর দল নিয়ে গেছে এই সিরিজ খেলতে। সিরিজের আগেই বাংলাদেশের অধিনায়ক রিয়াদ তাই বলেছিলেন, তাদের এখানে হারানোর কিছু নেই। প্রথম ম্যাচ জয়ের পর মুশফিকুর রহিমও বলেছিলেন, তারা সিরিজ জয়ের চাপ নিচ্ছেন না। কিন্তু আজ সিরিজ জয়েরই দারুণ একটা সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল মাহমুদউল্লাহরিয়াদের দল। দ্বিতীয় ম্যাচে সিরিজে ফিরিয়েছে ভারত। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নাগপুরের ভিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ট্রফি নির্ধারণের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ঘরের মাঠে সিরিজ জেতার জন্য মরিয়া হয়ে থাকবে ভারতীয় দল। এদিকে, প্রথমবার ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাসে নাম তুলে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ভারত-বাংলাদেশ দুই শিবিরেই কিছু পরিবর্তন হতে পারে।

বাংলাদেশের পেসার আল-আমিন হোসেনের জায়গায় দলে আসতে পারেন স্পিনার আরাফাত সানি। দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচে ৪ ওভার বল করে ২৭ রান দিয়েছিলেন আল আমিন। উইকেট পাননি। রাজকোটে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৪ ওভারে ৩২ রান দিয়েও কোনও উইকেট পাননি তিনি। তাই নাগপুরে তাঁকে বসাতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২৭ রান খরচায় উইকেটশুন্য ছিলেন তিনি। রাজকোটের হারা ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আল-আমিন। ৪ ওভারে ৩২ রান দেয়া এ পেসারের নামের পাশে উইকেট সংখ্যা শুন্য। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর উইকেট কিছুটা শুষ্ক হতে পারে। সেই জন্য একজন স্পেশালিস্ট স্পিনারকে খেলানোর কথা ভাবছে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম ও আরাফাত সানি।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :