ইডেনে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট চাহিদা তুঙ্গে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১৩:১৩

ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্টের প্রথম তিন দিনই গ্যালারি প্রায় ভরে যাওয়ার সম্ভাবনা। শনিবার নিজেরাই এমন টুইট করেছে সিএবি। এমনিতেই অনলাইনে টিকিট কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। ১২ নভেম্বর থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে সাধারণের জন্য। ক্লাবগুলোর মধ্যেও টিকিট তোলার চাহিদা বেশ ভালো। সব মিলিয়ে ইডেনের বুকে গোলাপি বলের প্রথম টেস্টে বল পিচে পড়ার আগেই জমজমাট ইডেন।

২২ নভেম্বর প্রথম দিনই জমকালো অনুষ্ঠান হবে ইডেনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'ইডেন বেল' বাজিয়ে দুপুর একটায় টেস্ট শুরু করবেন। আসছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ-ভারতের সাবেক টেস্ট অধিনায়কদেরও থাকার কথা রয়েছে।

চলতি মাসের ৩ তারিখ পূর্ণাঙ্গ সিরিজ শুরু করেছে বাংলাদেশ-ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ-ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচে রবিবার (১০ নভেম্বর) নাগপুরের ভদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারতের মুখোমুখ হবে বাংলাদেশ ক্রিকেট দল।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :