লক্ষ্মীপুরে বুলবুলের তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৪:৩২ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১৪:১৩

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কয়েক হাজার হেক্টর জমির আমন ধান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী- লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৩০ হাজার হেক্টর জমির আমন ধান ও তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতি হয়েছে।

এবার লক্ষ্মীপুরে আমনের আবাদ হয়েছে ৭৯ হাজার হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন। তবে বৃষ্টি আরো এক-দুই দিন থাকলে এবং পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতি নিরুপনে কাজ চলছে। এদিকে গত কয়েকদিন ধরে আমন ধান কাটা শুরু হয়েছে। ১০ ভাগ জমির ধান কাটা হলেও ৯০ ভাগ জমির ধান এখনো মাঠে রয়েছে।

ঢাকাটাইমস/১০নভেম্বর/এএইচ/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :