পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১৪:৫৫

২০১৪ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল। এরপর শনিবার (৯ নভেম্বর) আফগানদের ৪৭ রানে হারিয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৫ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেল উইন্ডিজ। তবে ব্যাট হাতে জয়ের ভিত গড়ে দেন নিকোলাস পুরান। তাতেই ধরা দিল নতুন প্রাপ্তি।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২০০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় দারুণ। কোনো উইকেট না খুইয়ে স্কোরবোর্ডে ৯০ এর বেশি রান যোগ করে তারা। সেই সাথেই ওপেনার শাই হোপ আর এভিন লুইসও পৌঁছে যান ৪০ প্লাস রানে। হোপ ৪৩ করে ফিরলেও লুইস ফিফটি করেই সাজঘরে ফেরেন।

দুই ওপেনারের বিদায়ের পর রান তোলার গতি খানিকটা মন্থর হয়ে যায়। যদিও শিমরন হেটমেয়ার চেষ্টা করেছিলেন রানের গতি বাড়াতে। কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি তিনি। ৪৩ বল মোকাবেলা করে ৩৪ রান দিয়ে বিদায় নেন। বাকিদের আসা-যাওয়ার মাঝে দুর্দান্ত ব্যাটিং করেছেন নিকোলাস পুরান। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৫০ বলে জমা করেন ৬৭ রান। তার এই ঝলমলে ইনিংসটি ৭ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল।

আফগানিস্তানের হয়ে বল হাতে আলো কেঁড়েছেন নবীন উল হক। ৯ ওভার হাত ঘুরিয়ে ৬০ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট ঝুলিতে পুরেন মুজিব উর রহমান, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবি, রশিদ খান ও জাবেদ আহমেদি।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :