রূপনগরে সিলিন্ডার বিষ্ফোরণে আহত আরেক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১৬:২৬

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি বস্তিতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষ্ফোরণের ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। শিশুসহ আরও তিনজন এখনো ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান নামের শিশুটির মৃত্যু হয়।

মিজানের বাবা রোকন মিয়া পেশায় স্কুল ভ্যানচালক। তার দুই ছেলের মধ্যে মিজান ছিল বড়। রূপনগরের শিয়ালবাড়ি বস্তির মজিবরের বাড়িতে পরিবারের সঙ্গে থাকত মিজান। স্থানীয় প্রতিভা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘গত ৩০ অক্টোবর বিকালে কোচিং সেন্টার থেকে ফেরার সময় রূপনগর আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয় মিজান।’

‘এতে তার পেটের নাড়িভুঁড়ির অনেকাংশ বেরিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :