বাবরি মসজিদ রায় নিয়ে ‘না বলা’ কবিতা লিখলেন মমতা

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ১৭:৪৫ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯, ১৭:৫১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদ মামলার রায় নিয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তিনি ‘না বলা’ কথা তুলে ধরার চেষ্টা করেছেন কবিতার ছত্রে। রবিবার তার লেখা ‘না বলা’ শিরোনামের একটি কবিতা লিখেছেন। এর আগেও বিভিন্ন ঘটনায় মমতার কাব্যপ্রচেষ্টা দেখা গেছে। তার বেশ কিছু লেখা নিয়ে কাব্যগ্রন্থও বেরিয়েছে।

ঢাকা টাইমস পাঠকদের জন্য মমতার ‘না বলা’ কবিতাটি তুলে ধরা হলো-

অনেক সময়
কথা না বলেও
অনেক কথা বলা হয়ে য়ায়।
কিছু বলার থেকে
না বলাটা
আরও শক্তিশালী বলা।
খিদে পেলে
খাবার না পেলে
খিদের ‘ক্ষুধা’ বোঝা যায়।
তেমনি ঘুমের সময়
ঘুম না পেলে
ঘুমের মর্ম বোঝা যায়।
দাঁত থাকতে
যেমন দাঁতের মর্ম
মর্মর গাঁথায় লেখা থাকে,
তেমনি কষ্ট পেলে
‘কষ্টকর্ম’ প্রতি ছত্রে
গাঁথা থাকে।
মনের কথা
প্রকাশ না পেলে
কথা ‘ব্যথার’ উদ্রেক করে,
যা মানসিক দূষণ বাড়ায়।
বলা হয়ে গেলে খুলে যায় দ্বার-
কথা-কথায় কথা বলে।
আর না বলতে পারাটা
অতীব যন্ত্রণা।
ওটা তো হৃদয়ের শক্তিশেল-
জমা থাকে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/আরআর)