লেবানন প্রবাসী আমিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ১৮:৩৪

ওয়াসীম আকরাম, লেবানন

লেবাননের রোমি এলাকা থেকে সাধারণ প্রবাসীদের ৭৫ হাজার ডলার আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে আমিন মিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত আমিনের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার চিলিকুট গ্রামে। তার বাবার নাম সরল মিয়া।

অভিযুক্ত আমিন মিয়া লেবাননের বিভাগীয় শহর রোমি এলাকায় ৮২ সদস্যবিশিষ্ট্য এক সমিতির ক্যাশিয়ার ছিলেন। গত ৫ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে  পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয়দের কাছে জানা গেছে, আমিন মিয়া অবৈধ পথে সিরিয়া দিয়ে গ্রিসের উদ্দেশ্যে লেবানন থেকে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি তুরস্ক রয়েছেন বলে জানা গেছে।

এদিকে আমিনকে খুঁজে  না পেয়ে ভেঙে পড়েছেন ওই সমিতির অন্য সদস্যরা। তাদের কয়েকজন রয়েছেন, যাদের কারো ১২ হাজার, আবার কারো ১৪ হাজার ডলার পাওনা। সদস্যদের উদ্দেশ্য ছিল টাকা জমিয়ে দেশে একটা কিছু করা। কিন্ত সেই স্বপ্ন তাদের ধুলোয় মিশে গেল প্রতারক আমিনের খপ্পরে পড়ে।

তারা আরো বলেন, ৮২ জন সদস্য মানে ৮২টি পরিবার, এই পরিবারগুলোকে আমিন নিঃস্ব করে ফেলে গেছে।

আমিন অনেক বছর যাবত রোমি এলাকায় বিশ্বস্ততার সাথে বাংলাদেশি দোকান চালাতেন। ভাল মানুষের ভান করে তিনি প্রবাসীদের দৃষ্টিতে  আসেন। এরপর আমিন সকলের টাকা হাতিয়ে অবৈধ পথে গ্রিস পালিয়ে যান।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএ)