বুলবুলের তোপে লণ্ডভণ্ড সাকিব অ্যাগ্রো ফার্ম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৪:২৩ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১২:৩১

জুয়াড়িদের প্রস্তাবের খবর গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই রেশ কাটতে না কাটতেই আরো একটি দুঃসংবাদ পেলেন সাকিব। ঘূর্ণিঝড় বুলবুলে সাকিব আল হাসানের কাঁকড়ার খামারের বেশ ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা জেলার বুড়োয়ালি অঞ্চলে ৫০ বিঘা জমির উপর কাঁকড়া চাষের খামার গড়ে তুলছিলেন সাকিব। খামারের নির্মাণ কাজ প্রায় শেষ। এই খামারের নাম সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড। সব ঠিক থাকলে আগামী বছরে যাবতীয় কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সাকিবের এই সাধের খামারের বেহাল দশা করে দিল। কাঁকড়ার চাষের জন্য বসানো হয়েছিল প্রায় ৫০ হাজার বক্স। ৩০ বিঘা জমিতে চিংড়ির ঘেরও ছিল। বুলবুলের তোপে সব ভেসে গেছে।

তবে ঠিক কতো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা না পাওয়া গেলেও, ক্ষতির পরিমাণ কোটি টাকার কম বলে মনে হচ্ছে না।

সাকিবের এই আধুনিক অ্যাগ্রো ফার্মটি চালু হলে প্রায় ১৫০ জনের মত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :