বোয়ালমারীতে শিক্ষার্থীদের বৃক্ষ রোপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৬:৫০

পরিবেশের ভারসাম্য ও বৈশ্বিক উষ্ণতা রোধে ‘জানা সমাজকল্যাণ সংস্থা’ শুরু করেছে বনায়ন অভিযান। ‘শিক্ষা একটি উপহার, যা সবার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে সংস্থাটি হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ফরিদপুরের বোয়ালমারীতে কাজ করে যাচ্ছে। কেবল শিক্ষাই নয়, সামাজিক দায়বদ্ধতা শিক্ষাতে এসব শিশুদের গড়ে তোলা হচ্ছে মানবিক মূল্যবোধে অগ্রগামী শিশু হিসেবে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে আম, জাম, পেয়ারা, আমলকী, বহেরা, জলপাই, আমড়া, লিচু, কামরাঙ্গা, কাঁঠাল, বকুল, হরতকি, নিম, অশোক প্রভৃতি শতাধিক ফলদ, বনজ ও ওষুধী বৃক্ষ রোপন করা হয়।

জানা প্রি-প্রাইমারির চারটি স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষিকা এ বৃক্ষরোপন অভিযানে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- ‘জানা বাংলাদেশে’র পরিচালক বিকাশ রঞ্জন বিশ্বাস, পরিচালক পরিষদের সদস্য খান মোস্তাফিজুর রহমান সুমন, আমীর চারু বাবলু, জয়ন্ত ভৌমিক, সাবিনা, সাথী, ইয়াসমিন, সুমাইয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :