ভারতে বাংলাদেশের নতুন দূত ইমরান

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৯, ১৭:৫৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরানকে ভারতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন।  

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

এছাড়া তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পেশাদার এই কূটনীতিক ১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

ভারতে এখন হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলী। ২০১৪ সাল থেকে তিনি চুক্তিতে দিল্লিতে হাইকমিশনার হিসেবে কাজ করছেন। এর আগে ২০০৯ সাল থেকে প্রায় পাঁচ বছর সেখানে হাইকমিশনার ছিলেন সাবেক কূটনীতিক তারিক এ করিম। তাকেও সরকার চুক্তিতে নিয়োগ দিয়েছিল।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এনআই/জেবি)