ডাক পাওয়ার একদিন পরেই ছিটকে গেলেন ট্রায়োরে

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৯, ১৯:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতীয় ফুটবল দলে প্রথমবারের মত ডাক পাওয়ার একদিন পরেই ইনজুরির কারণে স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেছেন উল্ফস উইঙ্গার এডামা ট্রায়োরে।

শনিবার ইনজুরি আক্রান্ত রদ্রিগোর স্থানে জাতীয় দলে ট্রায়োরেকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু এ্যাস্টন ভিলার বিপক্ষে উল্ফসের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে পেশীর ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী এই উইঙ্গার।

আগামী ১৫ নভেম্বর মাল্টা ও তিনদিন পর রোমানিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য এখন তার স্থানে পিএসজির পাবলো সারাবিয়াকে ডাকা হয়েছে।

এ সম্পর্কে ট্রায়োরে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত: জাতীয় দলের হয়ে আমি মাঠে নামতে পারলাম না। তবে ভবিষ্যতে পুনরায় ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাব।’

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এসইউএল)