ডায়াপার পরা শিশুর স্ট্রেট ড্রাইভে বিস্মিত ভন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৩৭ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৯:৩৪

এমন কপিবুক স্ট্রেট ড্রাইভ অনেক ক্রিকেটারেরই স্বপ্ন। কিন্তু এই শিশুটি যে দক্ষতায় একের পর এক শট খেলে যাচ্ছে, তা দেখলে যে কেউ চমকে যেতে বাধ্য। ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন মাইকেল ভন সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডলে। সেখানেই দেখা যাচ্ছে একটি শিশু সোজা ব্যাটে একের পর এক শট খেলছে।

ক্লাবি নামে একটি টুইটার হ্যান্ডলে ভিডিওটি ৯ নভেম্বর পোস্ট করা হয়। সেখানে শিশুটির শটের প্রশংসা করা হলেও তার পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। সেই ভিডিওটি ইতিমধ্যেই এক লক্ষের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কমলা রঙের জামা পরা একটি শিশু গ্লাভস পরে হাতে ব্যাট নিয়ে স্টান্স নিয়েছে। পরনে ডায়াপার। সেই সাজে একের পর এক বল মেরে যাচ্ছে অবলীলায়। ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে। তার দিকে একের পর এক বল ছোড়া হচ্ছে। আর কোনও বল মিস না করে সব ক’টি সোজা ব্যাটে খেলে যাচ্ছে সে।

ক্লাবির এই ওয়াটার মার্ক দেওয়া ভিডিওটি ফক্স ক্রিকেট ১১ নভেম্বর পোস্ট করে। রিটুইট না করে তারা ভিডিওটি আলাদা করে আপলোড করে। তবে সেখানে ক্লাবিকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। ফক্স ক্রিকেটের পোস্টটি ঘণ্টা চারেক পর রিটুইট করেন মাইকেল ভন। তিনি যে এই খুদে ক্রিকেটারের এভাবে সোজা ব্যাটের শট দেখে মুগ্ধ, তা ব্যক্ত করেন।

ফক্স ক্রিকেটের হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি প্রায় এক লক্ষ ৩০ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি প্রচুর মানুষ লাইক ও শেয়ারও করেছেন।

ভিডিও

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর