চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলে সাড়ে ৭ হাজার মুরগির মৃত্যু

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৯, ২০:১৭

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাড়ে ৭ হাজার মুরগি মারা গেছে। সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ৯নং ওয়ার্ড কড়েগো দোকান এলাকায় গাছ ভেঙে  একটি ফার্মের এই সাড়ে ৭ হাজার মুরগি মারা যায়। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ফার্ম মালিক নায়িম জানান। রবিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের এই তাণ্ডব চলে।

মুরগি খামারি নায়িম জানান, বুলবুলের তাণ্ডবে বড় বড় কয়েকটি গাছ পড়ে দোতলা মুরগির ফার্ম ভেঙে তছনছ হয়ে যায়, টিনের চালের চাপায় সাড়ে ৭ হাজার মুরগি ঘটনাস্থলে মারা যায়। সরকারের সহযোগিতা না পেলে আর কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারব না।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)