নাসিরের দুর্দান্ত সেঞ্চুরিতে এগিয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২২:০১

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শেষে ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে প্রথম স্তরে ঢাকা বিভাগের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করলেন রংপুর বিভাগের নাসির হোসেন। নাসিরের অনবদ্য ১০৪ রানে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২০০ রান করেছে রংপুর। ১০৪ করে অপরাজিত আছেন নাসির।

ফলে ৫ উইকেট হাতে নিয়ে ২১২ রানে এগিয়ে রংপুর। এর আগে ২২২ রানে অলআউট হয় ঢাকা। যার কারণে প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় রংপুর। প্রথম ইনিংসে ২৩৪ রান করেছিল রংপুর।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৪৯ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছিলো ঢাকা। অধিনায়ক নাদিফ চৌধুরী ২৬ ও আরাফাত সানি ২ রানে অপরাজিত ছিলেন। ২৯ রানের বেশি করতে পারেননি নাদিফ। ১৯ রানে থামেন সানি। ফলে ২২২ রানে গুটিয়ে যায় ঢাকা। রংপুরের মুকিদুল ইসলাম ৩৭ রানে ৫ উইকেট নেন।

১২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে রংপুর। ৪২ রানেই ৩ উইকেট হারায় রংপুর। তবে নাসিরের দুর্দান্ত ব্যাটিং-এ লড়াইয়ে ফিরে রংপুর। আরিফুল হক ও অধিনায়ক নাইম ইসলাম সঙ্গ দিয়েছেন নাসিরকে। আরিফুল ৩০ রানে ফিরলেও নাসিরের সাথে ২৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন নাইম। ১১টি চারে ২০৫ বলে ১০৪ রানে অপরাজিত আছেন নাসির।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :