জাপানে বিদায়ী রাষ্ট্রদূতকে সংবর্ধনা

হাসিনা বেগম রেখা, জাপান
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২২:২২

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি জাপান। জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ৯ নভেম্বর টোকিওর একটি হোটেলে এ বিদায় অভিনন্দন এবং সংবর্ধনা জানানো হয়।

দুই শতাধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিআইজের সভাপতি বাদল চাকলাদার।

কামরুল আহসান জুয়েলের পরিচালনায় বিদায়ী রাষ্ট্রদূতকে দেয়া মানপত্র পাঠ করেন তনুশ্রী গোলদার বিশ্বাস।

এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং উপহারসামগ্রী প্রদান করা হয়। অনেকে আবার ব্যক্তিগতভাবে উপহার প্রদান করেন।

শুভেচ্ছা উপহার শেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রবাসীদের ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার বিদায়ী বক্তব্যে আবেগে আপ্লুত হয়ে উঠেন। তার সময়কালীন প্রবাসীদের বিভিন্ন সহযোগিতার কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন এবং বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

সবশেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০১৬ সালের আগস্ট মাসে টোকিও দূতাবাসে যোগদান করেন এবং চার বছরেরও অধিক সময় দায়িত্ব পালন করেন। আগামীতে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করবেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :