হৃদয়-শামীমের ব্যাটিং তাণ্ডবে টাইগার যুবাদের জয়

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৯, ২২:৩৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সফরকারী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তৌহিদ হৃদয় ও শামীম হোসেনের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় ম্যাচ হবে ১৪ নভেম্বর।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের ওভার কমিয়ে ৩১ ওভার করা হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন পারানাভিথানা। ৪১ করেন দিনুশা। ২০ বলে ৩০ রান করেন উইজেসিংহে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ২টি, শামীম হোসেন ২টি, শরিফুল ইসলাম ১টি, অভিষেক দাস ১টি ও তানজীম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে ৬১ বলে ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৯৫ করে আউট হন শামীম হোসেন। ৫৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮২ করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আমশি ডি সিলভা।

(ঢাকাটাইমস/১১ নভেম্বর/এসইউএল)