জাপানে সংহতি দিবস পালিত

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৯, ২২:৩৭

হাসিনা বেগম রেখা, জাপান

জাপানে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি জাপান শাখা এক আলোচনা সভার আয়োজন করে।

সাংগঠনিক সম্পাদক নূর খান রনির পরিচালনায় জাপান শাখা বিএনপির সভাপতি নুর এ আলম নুর আলীর সভাপতিত্বে রবিবার টোকিওর কিতা সিটি হিগাশি জুজো ফুরেআইকান-এ আয়োজিত আলোচনা সভায় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমদাদুল হক মনি এবং যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ডিও। 

একই সভায় অবিভক্ত ঢাকার মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পর্ব শেষে দিবসটির তাৎপর্যে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন- সেলিম আহমেদ, সাইফুর জাহিদ আশিক, রনি ভুঁইয়া, সোহাগ আহমেদ, নাহিদ কামাল, হেলাল উদ্দিন, মুকিব, সাজ্জাদ শাহরিয়ার, খায়রুল হাসান মামুন, মুনির হোসেন, রফিকুল ইসলাম বেপারী, জাহিদ হাসান জুয়েল, ওমর ফারুক রিপন, মোস্তাফিজুর রহমান জনি, শাকিল আহমেদ, নজরুল ইসলাম রাজীব, মোজাহেদুর রহমান জুয়েল, আবুল খায়ের ভূঁইয়া, হালিম, হায়দার হোসেন, আবতাব উদ্দিন, জামাল উদ্দিন, শেখ মাকসুদ, মশিউর রহমান বিল্লাল,  কামরুল হাসান,  পল হাসান, নজরুল ইসলাম রনি, জসীম উদ্দিন, দেলোয়ার হোসেন, এমদাদুল হক মনি প্রমুখ। 

সভাপতি নুর এ আলম নুর আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)